Aishwarya Rai Bachchan: ৫ ঘন্টার ম্যারাথন জেরা, পানামা নথি কাণ্ডে ইডির কী কী প্রশ্নের মুখে ঐশ্বর্য?

দিল্লিতে ইডি দফতরের বাইরে সোমবার দিনভর ছিল সংবাদমাধ্যমের বিরাট জমায়েত। মিডিয়ার নজর এড়িয়ে দিল্লির লোকনায়ক ভবনে ইডি দফতরে প্রবেশ করলেও ৫ ঘন্টা ধরে ম্যারাথন জেরার মুখোমুখি হওয়ার পর সেখান থেকে বেরোতে গিয়ে নাজেহাল হন ঐশ্বর্য। দেহরক্ষীদের একটা বিরাট ফৌজও পরিস্থিতি সামলাতে হিমসিম খেয়ে যায়। অপেক্ষারত সাংবাদিকরা ওই ঠেলাঠেলির মাঝেই পানামাRead More →