কোহলি অবসর নিতেই তাঁর জার্সির হাতবদল, ১৮ নম্বর জার্সি পরে নেমে পড়লেন বাংলার ক্রিকেটার
2025-06-03
বিরাট কোহলির ক্রিকেটজীবনের সঙ্গে জুড়ে রয়েছে ১৮ নম্বর জার্সি। সব ফরম্যাটে এই সংখ্যার জার্সি পরেই খেলেছেন তিনি। তবে টেস্ট থেকে অবসর নিতেই সেই জার্সির হাতবদল হয়ে গেল। কোহলির জার্সি পরে নেমে পড়লেন বাংলার এক ক্রিকেটার। ইংল্যান্ড লায়ন্স বনাম ভারত এ ম্যাচে কোহলির ১৮ নম্বর জার্সি পরে নামতে দেখা গিয়েছে মুকেশRead More →