‘রামায়ণ’-এর মতো ‘নির্মাণ/নির্মিতি’ না রচিত হলে, মধুসূদনের ‘বিনির্মাণ’ মেঘনাদবধ কাব্য (১৮৬১) কখনোই রচিত হতো না। সৃজনশীল মানুষ সবসময় ‘চলতি হাওয়ার পন্থী’ই হন। মাইকেলও তাই হয়েছেন। তাঁর সূত্র ইয়োরোপীয় নবজাগরণ, যা অনেক ‘পন্থা’ বা ‘মতবাদ’-এরও জনক। আর তাছাড়া মেকলে সাহেবের অপচেষ্টা (১৮৩৫) তো ছিলই। কিন্তু সব ছাপিয়ে বাংলার নবজাগরণ যতই ঘনীভূতRead More →