মরণোত্তর পদ্মভূষণ পঙ্কজ উদাস, সুশীল মোদীকে, ১৩৯ জন পদ্মসম্মানের তালিকায় আর কারা
2025-01-25
স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা ছিল তাঁর। গোয়ার স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখও তিনি। বয়স এখন তাঁর ১০০ ছাড়িয়েছে। এ বছর সেই শতায়ু স্বাধীনতা সংগ্রামীকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে। পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছে এক বাঙালি মুখও। এ ছাড়া খেলোয়াড়, চিকিৎসক, সঙ্গীতশিল্পী, শিল্পপতি, যোগ অনুশীলনকারী— নানা পেশার মানুষকেই পদ্মসম্মান দেওয়া হবে। রবিবারRead More →