কন্যাশ্রী কাপে বড় ব্যবধানে জিতল ইস্টবেঙ্গলের মহিলা দল। শুক্রবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে তারা ১৪-১ গোলে হারিয়েছে সরোজিনী নাইড়ু ওএসসি-কে। তিন খেলোয়াড় হ্যাটট্রিক করেছেন। ইস্টবেঙ্গলের হয়ে হ্যাটট্রিক করেছেন দেবলীনা ভট্টাচার্য, কার্তিকা অঙ্গমুথু এবং অষ্টম ওঁরাও। দু’টি গোল সুস্মিতা লেপচার। একটি করে গোল সুস্মিতা বর্ধন, সাথী দেবনাথ এবং প্রিয়াঙ্কা সুজিশের। কন্যাশ্রী কাপেরRead More →