স্কুটিতে শিলং থেকে সোহরা যান রাজা-সোনম, হোমস্টেতে ব্যাগ রেখে বেরিয়ে যান, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে
2025-06-07
মধ্যপ্রদেশের ইনদওরের নবদম্পতি রাজা রঘুবংশী এবং সোনমের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। নিখোঁজ হয়ে যাওয়ার আগের সেই ভিডিয়োর সূত্র ধরেই তদন্ত করছে মেঘালয় পুলিশ। জানা গিয়েছে, ভিডিয়োটি সোহরার একটি হোমস্টের সিসিটিভি ফুটেজ (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। শিলংয়ের ‘টি৭’ নিউজ় চ্যানেলের তরফে সেই ভিডিয়োটি প্রকাশ্যে আনা হয়েছে বলেRead More →