হুমায়ুনের হায়দরাবাদি রক্ষীরা আদতে নাকি কলকাতার! বিস্মিত বিধায়ক বললেন, ‘বৃহৎ ষড়যন্ত্র চলছে, আমি খেই হারিয়ে ফেলছি’
2025-12-10
আবার ‘প্রতারিত’ তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদে তাঁর বাবরি মসজিদের শিলান্যাসে সৌদি আরব থেকে ‘ক্কারী’ আসছেন বলে জানিয়েছিলেন তিনি। পরে জানা যায়, দুই ক্কারী বা মক্কার ইমাম আদতে বাংলারই বাসিন্দা। এ বার হায়দরাবাদ থেকে যে আট জন নিরাপত্তারক্ষীকে এনেছিলেন বলে দাবি করেছিলেন, জানা গেল, তাঁরা সকলেইRead More →

