বদলাননি হর্ষিত রানা। এক বছর আগে আইপিএলে যে ধরনের অপরাধ করে শাস্তি পেয়েছিলেন, আবারও সেই অপরাধ করে বিতর্কে জড়ালেন কেকেআরের বোলার। শাস্তিও পেতে হল। জরিমানা করা হয়েছে রানাকে। দিল্লির টি-টোয়েন্টি লিগে খেলছেন রানা। প্রতিযোগিতার ১৯তম ম্যাচে খেলা ছিল ওয়েস্ট দিল্লির সঙ্গে নর্থ দিল্লি স্ট্রাইকার্সের। ১৬৬ রান তাড়া করতে নেমেছিল ওয়েস্টRead More →