দু’দফায় কাউন্সেলিংয়ের পরেও রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ফাঁকা রয়ে গেল স্নাতকস্তরের বহু আসন। ভর্তি হল ৩০ শতাংশের কম। শিক্ষা দফতরের সূত্র অবশ্য বলছে, আসন ভর্তির এই অঙ্ক এ বারের পরিস্থিতিতে তাঁদের কাছে আদৌ অপ্রত্যাশিত নয়। চলতি বছরে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির জন্য অভিন্ন পোর্টাল চালু করা হয়েছিলRead More →