স্কুলে বেয়াদপি করায় ছাত্রকে চড় শিক্ষকের, পালটা থানায় অভিযোগ করলেন অভিভাবকরা
2021-11-20
স্কুল চলাকালীন ক্লাসে গান গাওয়ার অভিযোগ। শিক্ষকের চড়ে কানে ‘গুরুতর আঘাত’ পেল ছাত্র। ঘটনা হুগলির উত্তরপাড়ার অমরেন্দ্র বিদ্যাপীঠের। গৌতম রুইদাস নামে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শুভজিৎ মান্না নামে ওই ছাত্রের অভিভাবকরা। আহত ছাত্রের দাবি, শুক্রবার টিফিনের পর ক্লাসে বেঞ্চি বাজিয়ে গান করছিল কয়েকজন ছাত্র। তখনই ক্লাসরুমের সামনেRead More →