গ্রিলের দরজা দিয়ে ঢুকেই ছোট্ট একফালি বারান্দা। দড়িতে এখনও ঝুলছে তাঁর ট্রাউজ়ার্স আর গেঞ্জি। তিনতলা বাড়ির প্রায় সর্বত্র তাঁর কোনও না কোনও চিহ্ন। শুধু মানুষটাই নেই! দু’দিন আগেও যিনি বাড়িময় ঘুরে বেড়াচ্ছিলেন, স্ত্রী-পুত্র-পুত্রবধূ-নাতনির হাতে গুনে গুনে তুলে দিচ্ছিলেন পুজোর খরচ, আচমকাই তিনি যেন গায়েব হয়ে গিয়েছেন! শহর জুড়ে দুর্গাপুজোর প্রস্তুতিRead More →