সুজিত বসুর বাড়ি থেকে ছেলেকে নিয়ে বেরোল ইডি, এ বার তল্লাশি শুরু শ্রীভূমির উল্টো দিকের ফ্ল্যাটেও!
2024-01-12
এখনও তল্লাশি চলছে। তার মাঝেই মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে তাঁর ছেলে সমুদ্র বসুকে নিয়ে বার হলেন ইডি আধিকারিকেরা। গেলেন শ্রীভূমি ক্লাবের উল্টো দিকের একটি ফ্ল্যাটে। স্থানীয়রা জানিয়েছেন, ওই ফ্ল্যাটে সুজিতের একটি দফতর রয়েছে। তিনি সেখানে মাঝেমধ্যে বসেন। তবে সুজিতের ছেলে সমুদ্র বসু জানিয়েছেন, একটা প্রক্রিয়া চলছে। তিনি সাহায্য করছেন।Read More →