সুকান্তের গৃহপ্রবেশ যেন বঙ্গ রাজনীতির ‘প্রশিক্ষণ’ কেন্দ্র! প্রাক্তনের থেকে কি ‘টিপ্স’ পেলেন বর্তমান?
ছিল দিল্লিতে এক গৃহপ্রবেশের অনুষ্ঠান। কিন্তু সেটাই হয়ে উঠল বঙ্গ রাজনীতির ‘গর্ভগৃহে’র দরজা খোলার ‘প্রশিক্ষণ শিবির’! আসরে হাজির অতিথি-অভ্যাগতেরা অন্তত তেমনই দাবি করছেন। বঙ্গ রাজনীতির ‘গর্ভগৃহ’ যদি নবান্ন হয়, তা হলে গঙ্গার পশ্চিম কূলবর্তী সেই বহুতলের অধিশ্বরীর দাপটে নিরন্তর সচকিত থাকতে হচ্ছে পূর্ব কূলের এক প্রাসাদকে। সেই প্রাসাদের বর্তমান বাসিন্দাRead More →