ভারতের উপর সাইবার অ্যাট্যাক করতে পারবে না শত্রু দেশ! ২ জুন থেকে কাজ করবে ডিফেন্স সাইবার এজেন্সি।
2019-05-01
পরের মাস থেকে ডিফেন্স সাইবার এজেন্সির কাজ শুরু হতে চলেছে। এই বিভাগের কাজ হবে ভারতের ডিফেন্স সিস্টেমকে সাইবার এট্যাক থেকে সুরক্ষিত রাখা। নৌসেনার বরিষ্ঠ আধিকারিক আডমিরাল মোহিত গুপ্তা এটার প্রথম প্রমুখ হবেন। এই বিভাগের মুখ্যালয় দিল্লীতে হবে। বিশেষ করে পাকিস্তান ও চীন থেকে হওয়া সাইবার অ্যাট্যাককে প্রতিরোধ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্রRead More →