আফ্রিকা কাপ অফ নেশনসে জঘন্য খেলেছে গ্যাবন। একটি ম্যাচও জিততে পারেনি তারা। পয়েন্ট তালিকায় সকলের নীচে থেকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছে। খারাপ খেলার শাস্তি পেতে হল গ্যাবনকে। গোটা ফুটবল দলকেই নিলম্বিত করেছে গ্যাবন সরকার। দলের কোচ থিয়েরি মৌউয়োমা, অধিনায়ক পিয়ের-এমেরিক অউবামেয়াং ও ডিফেন্ডার একুয়েলে মাঙ্গাকে জাতীয় দল থেকে ছেঁটেRead More →