বিহারে কোনও এলাকায় স্থায়ী ভাবে বসবাস করার শংসাপত্র (রেসিডেন্স সার্টিফিকেট) পেলেন জনৈক ‘ডগ বাবু’। পটনার মসৌড়ী আঞ্চলিক অফিস থেকে দেওয়া ওই শংসাপত্রে রয়েছে একটি কুকুরের ছবিও। আর আপত্তিকর শব্দে লেখা হয়েছে ‘ডগ বাবু’র পিতামাতার নাম! বিহারে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর) করছে জাতীয় নির্বাচন কমিশন। কারাRead More →