‘বাজ়বল নয়, প্র্যাঙ্কবল খেলছে ইংল্যান্ড!’ সকলকে ধোঁকা দিয়েছেন স্টোকসেরা, অভিযোগ অশ্বিনের
2025-07-12
ইংল্যান্ডের ক্রিকেটারদের কাঠগড়ায় তুললেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর অভিযোগ, সকলকে ধোঁকা দিয়েছেন বেন স্টোকসেরা। লর্ডসে তৃতীয় টেস্টে নিজেদের আগ্রাসী ব্যাট করার ধরন (বাজ়বল) থেকে সরে এসেছে ইংল্যান্ড। অশ্বিনের মতে, এ ভাবে খেলার ধরন বদলে সকলকে বোকা বানানোর চেষ্টা করেছে ইংল্যান্ড। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “প্রথম ইনিংসে ইংল্যান্ড ভাল খেলেছে। সকলেRead More →