কলকাতা,১০ই মে। গতকাল কলকাতার ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারারাল রিলেশনস'(ICCR) -এর সত্যজিৎ রায় সভাগৃহে, ‘সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ’-এর পক্ষ থেকে ‘কবি প্রণাম, ঐ মহামানব আসে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমানে ভারত-পাকিস্থান যুদ্ধ চলছে। সেই যুদ্ধের আবহে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ চিন্তা আপামর বাঙালি তথা ভারতবাসীর কাছে পৌঁছে দিতেই সংস্কার ভারতীর এই আয়োজন। রবীন্দ্রনাথRead More →