শ্রীনগরের জঙ্গলে চিনা রেডিয়োয় যোগাযোগ রাখছিল জঙ্গিরা! গোয়েন্দারা টের পেতেই আটঘাট বেঁধে শুরু হয় ‘অপারেশন মহাদেব’
2025-07-29
শ্রীনগরের কাছে দাচিগামের জঙ্গলে অভিযান চালিয়ে তিন জঙ্গিকে সোমবার খতম করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনা এবং কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, নিহতেরা পাকিস্তান থেকে আসা জঙ্গি। তবে তারা পহেলগাঁও হামলায় জড়িত ছিল কি না, তা এখনও নিশ্চিত করেনি সেনা বা পুলিশ। ‘অপারেশন মহাদেব’ এখনও চলছে। সেনা সূত্রে খবর, আটঘাট বেঁধে পরিকল্পনাRead More →