বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) সংক্রান্ত শুনানি প্রক্রিয়ার তৃতীয় দিনে সরাসরি সংঘাতে শাসকদল তৃণমূল বনাম নির্বাচন কমিশন। দুই তরফই নিজেদের অবস্থানে অনড়। তৃণমূলের দাবি, শুনানিকেন্দ্রে বিএলএ-২ অর্থাৎ, বুথস্তরের এজেন্টদের থাকতে দিতেই হবে। কমিশন পত্রপাঠ তা খারিজ করে দিয়েছে। ওই নিয়ে সোমবার দিনভর রাজ্যের নানা জায়গায় শুনানিকেন্দ্রে শোরগোল। কোথাও স্থানীয় তৃণমূল বিধায়কেরRead More →