মাঘ এখনও বিদায় নেয়নি। কিন্তু জাঁকালো শীত বিদায় নিয়েছে তার আগেই। বলতে গেলে গোটা মাঘ মাস জুড়ে জাঁকালো শীত অধরাই ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। তবে তার পরে সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। জেলায় শীতের আমেজ ফিরলেও তা কলকাতায় ফেরার সম্ভাবনা কম বলেইRead More →