শিয়ালদহে শনি-রবিবার বাতিল ৪৭টি লোকাল ট্রেন! দমদমে রেল লাইনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ
2024-12-26
দমদম স্টেশনে ডাউন লাইনে রেলের কাজের জন্য শনিবার এবং রবিবার মিলিয়ে বাতিল থাকবে ৪৭টি লোকাল ট্রেন। এ ছাড়া একটি লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জারের সময়সূচিতেও বদল করা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা ধরে লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে, শনিবারRead More →