আপস করেননি, বরং মন যা চেয়েছে সেটাই করেছেন। TCS-র মতো সংস্থায় চাকরি ছাড়তেও দু’বার ভাবেননি মণীশ কুমার। এখন বন দফতরের বিট অফিসারের পদে কর্মরত তিনি। নিজের শহরেই সরকারি চাকরি। ঝাড়খণ্ডের দুমকার জেলার প্রত্যন্ত গ্রামের ছেলে মণীশ। কলকাতায় TCS-এ চাকরি পেয়েছিলেন তিনি। ছেলের সাফল্য খুশি হয়েছিলেন পরিবারের লোকেরা। ভেবেছিলেন, কেরিয়ারের জন্যRead More →