ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পরে এ বার লোহিত সাগরে আগ্রাসী রূপ চিনের! বেজিঙের পিপল্‌স লিবারেশন আর্মি (পিএলএ) মঙ্গলবার জার্মানির একটি বিমানকে লেজ়ার অস্ত্রে নিশানা করেছে বলে বার্লিনের অভিযোগ। জার্মানির বিদেশ দফতর জানিয়েছে, লোহিত সাগরে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলির সুরক্ষার জন্য মোতায়েন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাহিনীর ‘অ্যাসপিডস মিশন’-এর অংশ ছিল ওই বিমানটি। চিনাRead More →