বাংলায় বলুন, অসুবিধা নেই: লোকসভায় বাঙালি সাংসদের বাংলা প্রশ্নের উত্তরদাতা বাঙালি মন্ত্রীকে বললেন স্পিকার বিড়লা
2025-12-09
দক্ষিণ ভারতীয় মন্ত্রী হিন্দিতে বক্তৃতা করায় তাঁর বুঝতে অসুবিধা হয়েছে বলে দিনকয়েক আগে লোকসভায় জানিয়েছিলেন বাঙালি সাংসদ। তা নিয়ে বিজেপি-তৃণমূলে একপ্রস্ত বাদানুবাদ হয়। সোমবার ঘটল কিছুটা উল্টো ঘটনা। বাঙালি সাংসদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকে প্রশ্ন করলেন বাংলায়। বাঙালি মন্ত্রী উঠে দাঁড়িয়ে বাংলায় উত্তর দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন। স্পিকার বললেন, ‘‘কোনও অসুবিধা নেই।’’Read More →

