মন্দিরের দ্বারপ্রান্তে নিবেদিতার মূর্তিটি স্থাপন করেছিলেন বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু। তার নাম দিয়েছিলেন লেডি অব দি ল্যাম্প অর্থাৎ দীপরূপিণী, মন্দির পথে দীপধারিণী তো নিশ্চয়ই। নিবেদিতাই বিজ্ঞান মন্দিরের আলোকদ্যুতি, নীরব নমস্কারের সঙ্গে সেই স্বীকৃতিটুকু আচার্য বসু প্রবেশ পথেই নিবেদন করলেন। অথচ নিবেদিতার নাম সেখানে নেই। অধ্যাপক শংকরীপ্রসাদ বসু লিখছেন, এর থেকে সুগভীরRead More →