টানা ১৬ দিন ধরে লুকোচুরি! মেঘালয়ে ঘুরতে গিয়ে কোথায় উধাও হয়ে গেলেন নবদম্পতি, কূলকিনারা পাচ্ছিলেন না তদন্তকারীরা। অবশেষে সেই রহস্যের জট খুলল। তাতে তদন্তের মোড়ই ঘুরে গিয়েছে। কোনও দুষ্কৃতীর খপ্পরে পড়েননি নবদম্পতি। মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুন করেছেন তাঁর স্ত্রীই! তিনিই নিয়োগ করেছিলেন তিন ভাড়াটে খুনিকে। কী ভাবে চার অভিযুক্তকে গ্রেফতারRead More →