লখনউ-জাহির বিচ্ছেদ নিশ্চিত, নতুন মরসুমে কার হাতে দায়িত্ব, ঠিক করবেন গোয়েন্কা
2025-08-13
আগামী আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে জাহির খানের। দলের মেন্টর হিসাবে জাহিরের না-থাকার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। ২০২৪ সালের আইপিএলের আগে জাহিরকে দলের মেন্টর হিসাবে নিযুক্ত করেছিলেন লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েন্কা। এলএসজি সূত্রে খবর, জাহিরের পারফরম্যান্সে খুশি নয় দল। তাঁকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত গত আইপিএল শেষRead More →