আরে, রাজধানী যাচ্ছে, রাজধানী! সবে দমদম ছেড়েছি। সহযাত্রীদের বিস্মিত গলা কানে এল। সেটা ছাপিয়ে কানে এল, ‘‘তাতে কী! আমরা তো ওর চেয়েও ভাল ট্রেনে চড়ছি!’’ কাচের ওপারে আমাদের পাশে পাশে ডাউন রাজধানী এক্সপ্রেস ছুটছে। কখনও এগোচ্ছে, কখনও পিছোচ্ছে। লোকালের ‘স্পর্ধা’ দেখে কি রাজধানীর বাতানুকূল কামরার জানলার কাচে কেউ কেউ নাকRead More →