যোগ্য জবাব দেওয়া হয়েছে, রবিবাসরীয় মন কি বাত অনুষ্ঠানে লাদাখ প্রসঙ্গে দাবি প্রধানমন্ত্রীর
যোগ্যজবাব দেওয়া হয়েছে।পূর্ব লাদাখে চিনা আগ্রাসনপ্রসঙ্গে বলতে গিয়ে এইদাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী (Narendra Modi)। রবিবাসরীয়মন কি বাত অনুষ্ঠানেদেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীপ্রথমে উপত্যকায় চিনা আগ্রাসনে শহীদহওয়া জাওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, শান্তির প্রতি দায়বদ্ধতা এবংগুরুত্ব ভারতের যে রয়েছে,তা গোটা বিশ্ব দেখেছে। বন্ধুত্বেরউদযাপন যেমন ভারত করতেজানে তেমনি যারা উস্কাবেতাদের যোগ্য জবাবও সেদিতে জানে। যারাআগ্রাসন চালানোর চেষ্টা করেছিল লাদাখেতাদেরকে যোগ্য জবাব দেওয়াহয়েছে। মানকি বাতে ৬৬ তমপর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত তার বীরশহীদদের কুর্ণিশ জানায়। তারাবরাবর দেশকে সুরক্ষিত করেরেখেছে। তাদেরসাহসিকতা এবং শৌর্য চিরস্মরণীয়হয়ে থাকবে। শোকস্তব্ধপরিবারের অভ্যন্তরে যে গর্ব অনুভূতহয় তাতে দেশের মানসিকতাইপ্রকাশিত হয়। এতেদেশের প্রকৃত শক্তি এবংক্ষমতা প্রস্ফুটিত হয়ে ওঠে। উল্লেখ করা যেতেপারে, ১৫ জুন, সোমবাররাতে পূর্ব লাদাখের গালওয়ানউপত্যকায় আকস্মিক চিনা আগ্রাসন প্রতিরোধকরতে গিয়ে শহীদ হনকর্নেল সন্তোষ বাবু সহ২০ জন সেনা জওয়ান।পাল্টাপ্রত্যাঘাতে চিনের এক সেনাআধিকারিক সহ নিহত হয়লালফৌজের ৪৩ জন সেনা।এরপরই দুই তরফের উত্তেজনাবেড়ে যায়। বর্তমানেলাদাকে (Ladak) বিপুল পরিমাণ সমরসজ্জাতৈরি করেছে ভারত।Read More →