যে ভাবে অসুর নিধন করে দুষ্টের বিনাশ করেছিলেন মা দুর্গা, আমার মেয়ের খুনিকেও যেন সে ভাবেই ফাঁসিকাঠে চড়ান তিনি!
2025-10-02
কয়েকশো মিটারের মধ্যে মানিকপাড়ার বারোয়ারি পুজোমণ্ডপ। সেখানে স্পষ্ট উচ্চারণে চণ্ডীপাঠ হচ্ছে। কিন্তু মল্লিকদের ‘আশাভিলা’য় সেই আওয়াজ বড় ফিকে। বড্ড ক্লান্ত। কিছুটা দুর্বোধ্যও। এ বাড়ির বিষণ্ণতা স্তোত্রের সমস্ত গমক গিলে খেয়েছে। আসলে দুটো বুলেট পুজোর পরিপার্শ্ব থেকে এই বাড়িকে ছিটকে দিয়েছে। একটা গুলি মাথার পিছনে। অন্যটা চোয়ালে। পুলিশি পরিভাষায় ‘পয়েন্ট ব্ল্যাঙ্কRead More →