যাদবপুরের ঘটনায় এখনও পর্যন্ত সাতটি এফআইআর! গ্রেফতার এক প্রাক্তনী, কোন কোন ধারায় মামলা?
2025-03-03
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শনিবার রাতেই এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এখনও পর্যন্ত যাদবপুর থানায় শনিবারের অশান্তি সংক্রান্ত মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে। মামলা হয়েছে একাধিক জামিনযোগ্য ও জামিন-অযোগ্য ধারায়। ওয়েবকুপা এবং পডুয়া— লিখিত অভিযোগ জমা দিয়েছে দু’পক্ষই। রবিবার বিকেলে কলকাতার সিপি মনোজRead More →