প্রতি বছর উরস উৎসবে দুই বাংলার মিলনস্থল হয়ে ওঠে মেদিনীপুর। বাংলাদেশ থেকে বিশেষ ট্রেন আসে। এ বার অবশ্য সে ট্রেন আসে নাই। ১২৪ বছরে এমন ছন্দপতন এ নিয়ে পঞ্চম বার।বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে তীর্থযাত্রীরা শহরের মিঁয়াবাজারে জোড়া মসজিদে সুফি সাধকের মৃত্যু বার্ষিকীতে আসেন। হজরত মহম্মদের ৩৩তম বংশধরের মাজার রয়েছে এখানে।Read More →