এশিয়ান অ্যাথলেটিক্স থেকে আবার সোনা এল ভারতের ঝুলিতে। ৪x৪০০ মিক্সড রিলেতে সোনা জিতলেন ভারতীয়েরা। ডেকাথেলনে রুপো পেলেন তেজশ্বিন শঙ্কর। পুরুষদের ট্রিপল জাম্পেও দেশকে পদক দিলেন প্রবীণ চিত্রাভেল। সব মিলিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় দিন ভারতের ঝুলিতে এল ছ’টি পদক। দু’টি সোনা, চারটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় তৃতীয় স্থানে উঠেRead More →