মা–বাবার ঝগড়ায় একরত্তির জায়গা হল রাস্তায়, খাস কলকাতায় তুমুল আলোড়ন

শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থলের জায়গা মা–বাবার কাছে। সেখানে বাবা নিজে শিশুকে রাস্তায় ফেলে আসতে পারে তা অনেকে ভাবতেই পারছেন না!‌ মা–বাবার ঝগড়ার জেরে রাস্তায় ফেলা হল ৬ মাসের শিশুকন্যাকে!‌ অবশেয়ে শিশুটির ঠাঁই হয়েছে ভবানীপুরের চিত্তরঞ্জন সেবাসদনে। এখন শিশুটির দেখভালের দায়িত্বে রয়েছেন ঠাকুমা। যদিও বয়সের ভারে তিনিও একরত্তি নাতনিকে দেখভাল করেRead More →