মালদার চাঁচলে বোমা বিস্ফোরণের জেরে উড়ল চাল, ভাঙলো বাড়ি।
2021-11-07
ভরদুপুরে ঘরের মধ্যে ভাত বাড়ছিলেন গৃহবধূ রৌসনারা বিবি। সেইসময় আচমকা পাশের ঘরে আচমকা বিস্ফোরণের জেরে কিছুক্ষণের জন্য জ্ঞান হারান রৌসনারা। যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। ভেঙে গিয়েছে বাড়ির দেওয়াল। এলাকার কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ করেছেন রৌসনারার স্বামী আব্দুল সালেম। চাঞ্চল্যকর ঘটনাটি চাঁচলের আলিয়াটোলা গ্রামের।Read More →