মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুনের ঘটনায় ধৃত স্ত্রী মুস্কান রস্তোগী অন্তঃসত্ত্বা! সোমবার তাঁর মেডিক্যাল রিপোর্ট জেল কর্তৃপক্ষকে পাঠিয়েছে জেলা হাসপাতাল। উত্তরপ্রদেশের মেরঠের ওই হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক কাটারিয়া এই কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে। ২৯ বছরের সৌরভকে খুন করে ১৫ টুকরো করে নীল রঙের ড্রামে ভরা হয়েছিল। ড্রামের মুখ এঁটেRead More →