দুটি এমএইচ ৬০ আর মাল্টি রোল হেলিকপ্টার এদিন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে ছুঁয়ে ফেলল ভারতের মাটি। ভারতের নৌসেনায় যে ২৪ টি হেলিকপ্টার সংযোজনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই হেলিকপ্টারগুলি তারই মধ্যে অন্যতম। এই চপারগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সি সেভেন্টিন হেভিলিফ্ট এয়ারক্রাফ্ট থেরে উড়ে এসেছে এই দেশে। উল্লেখ্য, এর আগে ২০২০ সালে ২৪Read More →