হরমনপ্রীত-ক্যারের ব্যাটে দ্বিতীয় জয় মুম্বইয়ের, মহিলাদের আইপিএলে প্রথম হার গুজরাতের
2026-01-14
মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম হার গুজরাত জায়ান্টসের। মঙ্গলবার হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৭ উইকেটে হেরে গেল অ্যাশলে গার্ডনারের গুজরাত। প্রথমে ব্যাট করে গুজরাত করে ৫ উইকেটে ১৯২ রান। জবাবে মুম্বই ১৯.২ ওভারে ৩ উইকেটে করল ১৯৩ রান। ব্যাট হাতে মুম্বইয়কে জেতালেন হরমনপ্রীত এবং নিকোলা ক্যারে। এ দিনের জয়ের ফলেRead More →

