২৩০ বার সূর্য উঠল! মহাকাশে দু’সপ্তাহে ১০০ লক্ষ কিমি পেরোলেন শুভাংশুরা, আর কী দেখলেন? ফিরছেন কবে?
2025-07-10
পৃথিবীর বাইরে দু’সপ্তাহ কাটিয়ে ফেললেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুল্ক। নাসার অ্যাক্সিয়ম-৪ অভিযানে তিনি মহাকাশে পাড়ি দিয়েছেন। আপাতত রয়েছেন পৃথিবীপৃষ্ঠ থেকে ৪০৩ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস)। সেখানে বসে প্রতি দিন ১৬ বার করে সূর্যোদয় দেখছেন। দু’সপ্তাহে মোট ২৩০ বার সূর্য উঠতে দেখে ফেলেছেন। অ্যাক্সিয়ম স্পেসের তরফে একটি বিবৃতি জারিRead More →