এ বছরের বিশেষত্ব: ময়ূর মোটিফ ও রাজস্থানি ঘরানা
2026-01-27
সোমবার সকালে প্রধানমন্ত্রী যখন কর্তব্যপথে পৌঁছান, তখন তাঁর পরনে ছিল গাঢ় নীল রঙের কুর্তা, সাদা চুড়িদার এবং হালকা আকাশী রঙের নেহরু জ্যাকেট। তবে আলোচনার কেন্দ্রে ছিল তাঁর বাহারি রেশমি পাগড়িটি। বিগত বছরগুলোর ট্রেন্ড: গুজরাত ও রাজস্থানের প্রভাব গত ১০ বছরের রেকর্ড বিশ্লেষণ করলে দেখা যায়, প্রধানমন্ত্রী অধিকাংশ ক্ষেত্রেই সাধারণতন্ত্র দিবসRead More →

