ছত্তীসগঢ়, মহারাষ্ট্র, ওড়িশার পরে এ বার মাওবাদী দমন অভিযান মধ্যপ্রদেশে। মঙ্গলবার মান্ডলা জেলার কানহা ব্যাঘ্রপ্রকল্প লাগোয়া জঙ্গলে পুলিশি হানায় নিহত হয়েছেন নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র দুই মহিলা কমান্ডার। তাঁদের নাম মমতা ওরফে রমাবাই এবং প্রমিলা ওরফে মাসে মান্ডবী। মধ্যপ্রদেশ পুলিশের ডিজি কৈলাস মাকওয়ানা জানিয়েছেন,Read More →