অশান্ত মণিপুরে এ বার দুই পরিযায়ী শ্রমিককে গুলি করে হত্যার অভিযোগ। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মেইতেই-অধ্যুষিত কাকচিং জেলায়। মৃতেরা দু’জনেই বিহারের বাসিন্দা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মৃত দুই পরিযায়ী শ্রমিকের মধ্যে এক জন নাবালকও রয়েছে। মৃতদের নাম সুনালাল কুমার (১৮) এবং দশরথ কুমার (১৭)। কী কারণে তাঁদের গুলি করা হয়েছে,Read More →