ভোটের বাংলায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত ২৩০০-র বেশি
2021-04-08
ভোটের বাংলায় বিপদ করোনা। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। একদিনে নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৩০০-এরও বেশি মানুষ। একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন ৮ জন। সংক্রমণের বিদ্যুৎ গতিতে থরহরি কম্প দশা। করোনা নিয়ে রাজ্যের একাংশের বাসিন্দাদের হেলদোলহীন আচরণের জন্যই সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলায়Read More →