‘আমার পুরো শরীর কাঁপছে’! দশ মিনিট দেরিই বাঁচিয়ে দিল মহিলাকে, ভেঙে পড়া বিমানে উঠতে পারেননি একটুর জন্য
2025-06-12
বিমানবন্দরে পৌঁছোতে ১০ মিনিট দেরি হয়েছিল। ভাগ্যের জোরে মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ভূমি চৌহান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমার পুরো শরীর এখনও কাঁপছে!” ভূমি অনাবাসী ভারতীয়। থাকেন ব্রিটেনের ব্রিস্টলে। তাঁর স্বামীও সেখানেই থাকেন। ছুটি কাটাতে দেশে এসেছিলেন ভূমি। বৃহস্পতিবারের বিমানে আবার ব্রিটেনে ফেরার কথা ছিল তাঁর। তবে ১০ মিনিট দেরিRead More →