মঙ্গলবার রাত ১০টা ২১ নাগাদ ফের কেঁপেছে রাজধানী দিল্লি-সহ সন্নিহিত এলাকা। কম্পন টের পাওয়া গিয়েছে পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা ও কাশ্মীরে। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৬। কেঁপে ওঠে  পাকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাগিস্থান, আফগানিস্তান, এমনকী, চিনও। উৎসস্থল? আফগানিস্তান। কম্পনের স্থায়িত্ব ছিল ৪০ থেকে ৪৫ সেকেন্ড। কিন্তু অনেকেই  বলছেন এক অদ্ভূত দৃশ্যের কথা।Read More →