উপগ্রহ নজরদারি থেকে লেজ়ার অস্ত্র, ভারতের নতুন ‘সুদর্শন চক্রে’ সংযুক্ত হবে সাত হাজার রেডার! আর কী কী থাকছে?
2025-10-12
ছ’-সাত হাজার রেডারের সমন্বয় ব্যবস্থা গড়ে তুলে সুসংহত এবং নিশ্ছিদ্র নজরদারি। সেই সঙ্গে রুশ এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ((এয়ার ডিফেন্স সিস্টেম)-র মাধ্যমে শত্রুর হামলা প্রতিরোধের প্রস্তুতি। অপারেশন সিঁদুরের পরে ভারতীয় আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে উপগ্রহ এবং লেজ়ার নিয়ন্ত্রিত অস্ত্রের ব্যবহারেও সক্রিয় হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ‘দিগন্তের বাইরে’ (‘ওভারRead More →