বৈভবের বিহারের ৫৭৪ রানের বিশ্বরেকর্ডে বিপদ দেখছেন অশ্বিন! কেন তিনি উচ্ছ্বসিত নন, তা-ও বলে দিলেন প্রাক্তন অফস্পিনার
2025-12-26
বিজয় হজারে ট্রফির প্রথম ম্যাচেই রেকর্ড রান তুলে জিতেছে বিহার। বুধবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৫৭৪ রান তোলে তারা। বৈভব সূর্যবংশী একাই করে ১৯০ রান। ১৪ বছরের ক্রিকেটারের প্রশংসা করেও ভারতের ঘরোয়া ক্রিকেট নিয়ে চিন্তিত রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, এ ধরনের ফলে ছোট দলগুলির আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব পড়বে। অশ্বিনের মতে, প্রথমRead More →

