ভারতীয় দলের অন্দরে আরও একটা দল রয়েছে। না, মাঠে সকলে এক হয়ে লড়লেও মাঠের বাইরে আরও একটা দল তৈরি হয়ে যায়। তাদের কাজ হল হোটেলে ফিরে প্লে-স্টেশনে ‘ফিফা’ (ভিডিয়ো গেম) খেলা। সেই দল চেয়েছিল জসপ্রীত বুমরাহকে নিজেদের দিকে টানতে। তার জন্য তাঁকে ‘হুমকি’ দিয়েছিলেন সতীর্থেরা। সে কথা ফাঁস করেছেন চেতেশ্বরRead More →