দেড়শো বছর আগে আমেরিকার কাউবয়দের উঁচু বুটকে জায়গা দিতে জিন্‌সের ঘের বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জার্মান-আমেরিকান জিন্‌স প্রস্তুতকারক লেভি স্ট্রস। বুটের জন্য জিন্‌সের কাটের এই বদল। তাই নাম হয়েছিল ‘বুটকাট’। সেই জিন্‌স আমেরিকার কাউবয়রা তো পরতেনই, উনিশ শতকে দেখা গেল আমেরিকার নাবিকেরাও অনেকটা একই ধরনের কাটের প্যান্ট পরতে শুরু করেছেন।Read More →